News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৮, ২২ এপ্রিল ২০২১

পাকিস্তানে চীনা রাষ্ট্রদূতের হোটেলে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ৪

পাকিস্তানে চীনা রাষ্ট্রদূতের হোটেলে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ৪

পাকিস্তানে চীনের রাষ্ট্রদূতের অবস্থান করা একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ বোমা বিস্ফোরণে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২১ এপ্রিল) গভীর রাতে কর্মকর্তারা বোমা বিস্ফোরণের কথা জানিয়েছে। বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার হোটেল সেরেনায় গাড়ি পার্কিংয়ে বিস্ফোরণ ঘটে। খবর এনডিটিভির।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এটাকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করে এএফপিকে বলেছেন, ‘বিস্ফোরণে কমপক্ষে চারজন মারা গেছেন এবং ১২ জন আহত হয়েছেন।’

‘রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রায় চারজনের একটি চীনা প্রতিনিধি হোটেলটিতে অবস্থান করছিলেন।’

শেখ রশিদ আরও বলেন, ‘বিস্ফোরণের সময় রাষ্ট্রদূত একটি মিটিংয়ে অংশ নিতে হোটেলের বাইরে যান।’

সিনিয়র পুলিশ কর্মকর্তা আজহার ইকরাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সময় হোটেলের বাইরে ছিলেন চীনের রাষ্ট্রদূত।

তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়