News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৫, ১৮ এপ্রিল ২০২১

ইসরাইলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালো আমিরাত

ইসরাইলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালো আমিরাত

ফিলিস্তিনিদের ভূমিদখল, গুলি করে হত্যাসহ দমন-পীড়নের জন্য গোটা বিশ্বের বিবেকবান মানুষ যখন ইসরাইলকে ধিক্কার জানাচ্ছে, ঠিক তখনই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে সংযুক্ত আমিরাত।

তেলআবিবে অবস্থিত আমিরাতের দূতাবাস থেকে টুইটবার্তায় বলা হয়, স্বাধীনতা দিবসে ইসরাইল ও তার জনগণকে আমিরাতের শুভেচ্ছা।

জবাবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন।

হিব্রু ক্যালেন্ডার অনুযায়ী, গত বৃহস্পতিবার ইহুদিবাদী দেশটি তাদের স্বাধীনতা দিবস পালন করেছে।  খবর আরব নিউজের।
 
১৯৪৮ সালে হাজার হাজার ফিলিস্তিনিকে ঘরবাড়ি থেকে বিতাড়িত করে তাদের ভূমি জবরদখল করে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।

অন্যদিকে ফিলিস্তিনিরা এ দিবসটিকে ‘নাকবা’ বা প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে। গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৫ মে ৭৩তম নাকবা উদযাপন করবে ফিলিস্তিন।

গোটা আরববিশ্ব যখন ইসরাইলকে তার বর্বরতার জন্য ধিক্কার দিচ্ছে, তখন আমিরাতের এ শুভেচ্ছা বাণী ফিলিস্তিনিসহ গোটা অঞ্চলের মুসলিম দেশগুলোকে মর্মাহত করেছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়