পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোট শুরু
পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে চতুর্থ দফার ভোট শুরু হয়েছে। ব্যাপ্তিতে আগের তিন দফার থেকে অনেকটাই বড় এই দফা। ভোট হচ্ছে পাঁচ দলের ৪৪টি কেন্দ্রে। প্রার্থীদের মধ্যে রয়েছেন বহু হেভিওয়েট।
সদ্য বিজেপিতে যোগ দেয়া রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, কাঞ্চন মল্লিকদের ভাগ্যে কী লেখা রয়েছে, কেমন ফল করেন পার্থ চট্টোপাধ্যায়, রত্না চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনরা জানতে মরিয়া সাধারণ মানুষ।
অন্য দিকে উত্তরবঙ্গের দিনহাটায় লড়াই করা জন্য বিজেপি নিশীথ প্রামাণিকের মতো সাংসদকে নামিয়ে এনেছে। ওই আসনের দিকেও তাকিয়ে থাকবে সাধারণ মানুষ। খবর নিউজ১৮।
এই দফায় মোট প্রার্থী সংখ্যা ৩৭৩। এর মধ্যে পুরুষ প্রার্থী ৩২৩ জন, মহিলা প্রার্থী ৫০ জন। চতুর্থ দফার জন্য বরাদ্দ বুথের সংখ্যা ১৫ হাজার ৯৪০টি। এর মধ্যে মেইন বুথ ১২৩৬১ এবং অক্সিলারি বুথ ৩ হাজার ৫৭৯টি। চতুর্থ দফায় মোট অবজারভার থাকছেন ৫৪ জন।
ভোট হচ্ছে পাঁচ জেলার ৪৪টি বিধানসভা কেন্দ্রে। এর মধ্যে কোচবিহারে নয় কেন্দ্র, আলিপুরদুয়ার পাঁচ কেন্দ্র, দক্ষিণ ২৪ পরগনায় ১১ কেন্দ্র। হাওড়ায় থাকছে নয় কেন্দ্র এবং হুগলিতে ১০ কেন্দ্র। মোট ভোটারের সংখ্যা এক কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৯৫০ জন।
ভোট পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ৭৯৩ কোম্পানি বাহিনী। সব মিলিয়ে জমজমাট চতুর্থ দফা।
নিউজবাংলাদেশ.কম/এফএ