শুক্রাণু থেকে ডিএনএ পুনর্গঠনের দাবি
শতবর্ষ আগে প্রেমিকাকে পাঠানো রুমাল থেকে শুক্রানু সংগ্রহ করে ইতালির এক জাতীয় বীর ও কবির ডিএনএ পুনর্গঠনের দাবি করেছেন বিশেষজ্ঞরা। ওই কবির নাম গ্যাব্রিয়েল দ্য আনুনজিও। ১৮৬৩ সালে জন্ম নেওয়া ওই কবি ১৯৩৮ সালে মারা যান। এএফপি।
ফরেনসিক বিশেষজ্ঞরা জানান, রুমালে পাওয়া কবির শুক্রাণু বিশ্লেষণ করে তাঁর ডিএনএ পুনর্গঠন করা হয়েছে।
এএফপির প্রতিবেদনে জানানো হয়, কবি ১৯১৬ সালে তাঁর প্রেমিকা ওলগা লেভি ব্রুনারকে শত বছর আগে প্রেমের স্মারক হিসেবে কিছু উপহার পাঠিয়েছিলেন। স্মারকগুলোর মধ্যে ছিল- ব্রুনারকে দেওয়া একটি চিঠি, একটি রুমাল, হাতির দাঁতের তৈরি দাঁত পরিষ্কার করার একটি ব্রাশ ভিটোরিয়েল ডেগলি ইতালিয়ানি ফাউন্ডেশনে রাখা ছিল। নিদর্শনগুলোর মধ্যে ওই রুমালে পাওয়া কবির শুক্রাণু বিশ্লেষণ করে তাঁর ডিএনএ পুনর্গঠন করেন বিশেষজ্ঞরা।
এঘটনায় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের ভাষ্য, পুরোনো ও অসমাপ্ত মামলার রহস্যজট খুলতে এই কৌশল উপকারী হতে পারে।
অন্যদিকে ইতালিয়ানি ফাউন্ডেশনের প্রধান গিওরদানো ব্রুনো গুয়েররি কিছুটা হাস্যরস করে বলেছেন, এই পরীক্ষা ভবিষ্যতে দেহাবশেষ না থাকা ঐতিহাসিক ব্যক্তিদের ক্লোনিংয়ের পথ উন্মুক্ত করতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম