News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৪, ১৪ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৩৭, ১৭ জানুয়ারি ২০২০

পুতিন গায়েব, সন্তানের মা হলেন কাভায়িভা

পুতিন গায়েব, সন্তানের মা হলেন কাভায়িভা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গায়েব হয়ে যাওয়ার গুঞ্জনের মধ্যে পুতিনের দীর্ঘদিনের বান্ধবী অ্যালিনা কাভায়িভার সন্তান জন্ম দেওয়ার খবর পুরো বিষয়টিতে এক ভিন্নমাত্রা যোগ করেছে।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোন খোঁজ নেই। এই সময়ের মধ্যে তিনি কোনো সংবাদমাধ্যমের সামনে আসেননি, কোনো সভাতেও যোগ দেননি। ফলে রাজধানী মস্কোসহ দেশজুড়ে পুতিন গায়েব হয়ে গেছেন বলে গুজব উঠেছে!

পুতিনকে নিয়ে এই গুজবের ডালপালা যখন বিস্তার লাভ করছে, তখনই অ্যালিনা কাভায়িভা সন্তান জন্ম দিয়েছেন বলে জানা গেল। টেলিগ্রাফ ও এনডিটিভি।

শুক্রবার সুইজারল্যান্ডের একটি ট্যাবলয়েড দেশটির একজন স্থানীয়ের বরাত দিয়ে জানায়, পুতিনের দীর্ঘদিনের বান্ধবী অ্যালিনা কাভায়িভা সুইজারল্যান্ডে সন্তানের জন্ম দিয়েছেন। অার পুতিন নাকি সেখানেই অবস্থান করছেন বলে ট্যাবলয়েডটি জানায়।

ট্যাবলয়েডটির দাবি, সম্প্রতি সকলের অগোচরে বান্ধবী কাভায়িভাকে নিয়ে সুইজারল্যান্ড অাসেন পুতিন। লুনাগোর কাছাকাছি  ধনী রাশিয়ানদের কাছে বেশ জনপ্রিয় সেন্ট অ্যানা নামে একটি বেসরকারি ক্লিনিকে বান্ধবীকে ভর্তি করান।

তবে পুতিনের হঠাৎ অন্তর্ধান নিয়ে মস্কো জুড়ে চলছে নানা রকম কানাঘুষা। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে পুতিনকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি অংশ নেননি কোনও রাষ্ট্রীয় বৈঠকেও।

জানা গেছে, পুতিনের অনুপস্থিতির কারণেই স্থগিত করা হয়েছে তার কাজাখস্তান সফর। এছাড়া পিছিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ ওসেটিয়ার সঙ্গে রাশিয়ার একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানও। এমনকি পুতিনকে দেখা যায়নি দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফএসবি এর বার্ষিক বৈঠকেও।  

পুতিনকে সর্বশেষ দেখা গেছে, গত ৫ মার্চ। সেদিন তিনি ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির সঙ্গে বৈঠক করেন।

মস্কো জুড়ে গুঞ্জন রয়েছে, ৬২ বছর বয়সী পুতিন ‘স্ট্রেন ফ্লু’ সংক্রমণের শিকার হয়েছেন। কারণ মস্কো জুড়ে বর্তমানে এখন স্ট্রেন ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে। তবে রাষ্ট্রীয়ভাবে এই তথ্য এখনও নিশ্চিত করা হয়নি।

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ পুতিনের অসুস্থ হওয়ার খবর অবশ্য উড়িয়ে দিয়েছেন। পুতিন সুস্থ অাছেন বলেই জানিয়েছেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়