বিশ্বে প্রথম সফল ‘শিশ্ন প্রতিস্থাপন’
ঢাকা: সাউথ আফ্রিকার একদল চিকিৎসক বিশ্বে প্রথম লিঙ্গ (শিশ্ন) প্রতিস্থাপনে সফল হয়েছে বলে দাবি করেছে।
বিশ্লেষকরা বলেছেন, ঘটনা যদি সত্যি হয়, তবে এর মধ্য দিয়ে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপিত হলো।
লিঙ্গ গ্রহণ করেছেন ২১ বছরের এক যুবক। তার পরিচয় গোপন রাখা হয়েছে। তিনি ৩ বছর আগে খতনা করার সময় দুর্ঘটনায় লিঙ্গ হারিয়েছিলেন।
চিকিৎসকরা দাবি করেছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং রোগী সুখী ও সুস্থ আছেন।
চিকিৎসকদের ওই দলটি এর আগেও এ ধরনের অপারেশনের চেষ্টা করেন। কিন্তু সফলতা আসেনি।
লিঙ্গ গ্রহণ করা ওই যুবকের কোনো যৌন সমস্যা ছিল না। বয়স যখন ১৮ তখন গণখতনার অনুষ্ঠানে খতনা করাতে গিয়ে তার লিঙ্গ প্রায় পুরোটাই কেটে যায়। সাউথ আফ্রিকায় প্রতি বছর গণখতনার অনুষ্ঠানের এমন শ খানেক ঘটনা ঘটে থাকে বলে কথিত আছে।
আর চিকিৎসকরাও দাবি করেছেন, চিকিৎসাবিজ্ঞানের এই সাফল্য পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সাউথ আফ্রিকার জন্য বেশি প্রয়োজন।
লিঙ্গ প্রতিস্থাপনের মূল অপারেশনটি করা হয়েছিল গত ১১ ডিসেম্বর। তিন মাস অপেক্ষার পর চিকিৎসকরা সফলতার কথা প্রকাশ করলেন।
চিকিৎসকরা আরও জানিয়েছেন, পরিপূর্ণ অনুভূতির বিষয়টি আসতে এবং পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে দুই বছর পর্যন্ত সময় লাগবে। ওই যুবক এখন প্রস্রাব করতে পারছেন, শিশ্ন উত্থিত হচ্ছে এবং যৌনতাও উপভোগ করতে পারছেন।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম