মিশরে নতুন রাজধানী তৈরির পরিকল্পনা
মিশরে পঞ্চাশ লাখ মানুষের বসবাসের উপযোগী করে নতুন রাজধানী তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে সেদেশের সরকার। দেশটির বর্তমান রাজধানী কায়রো ও লোহিতসাগরের মাঝামাঝি কোনো স্থানে নতুন শহরটি গড়া হবে। নতুন ওই রাজধানী শহরটিতে পার্লামেন্ট, মন্ত্রীদের কার্যালয় ও দূতাবাসগুলো থাকবে। বিবিসি।
মিশরের অর্থনীতি বিষয়ক একটি সংবাদ সম্মেলনে নতুন রাজধানী তৈরির এই ঘোষণাটি দেয়া হয়। তবে এখনো শহরটি কোনো নাম ঠিক করা হয়নি।
নতুন পরিকল্পনা বাস্তবায়নে কুয়েত, সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে এর মধ্যেই বারো হাজার কোটি ডলার সহায়তার আশ্বাস পাওয়া গেছে বলে সরকার জানিয়েছে।
মিশর থেকে সংবাদদাতারা বলছেন, কায়রোর ভিড়, আর পরিবেশর উপর চাপ কমাতেই নতুন এই রাজধানী তৈরির পরিকল্পনা করা হচ্ছে।
শহরটির পরিকল্পনার সাথে জড়িত,আলাব্বর নামের একজন কর্মকর্তা বলছেন, নতুন শহরটি হবে অনেক বেশি জনবান্ধব। কায়রোর ঐহিত্য ও নকশার উপর ভিত্তি করেই নতুন শহরটি তৈরি করা হবে এবং সেখানে আধুনিক সব সুযোগ সুবিধাই থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম