চিলির বনে আগুন জরুরি অবস্থা ঘোষণা
বিদেশ ডেস্ক: দাবানলের কারণে বনে আগুন ছড়িয়ে পড়ায় পাশ্ববর্তী দুটি শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে চিলি সরকার। ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে কয়েক হাজার মানুষ।
বনে ছড়িয়ে পড়া আগুন বন্দরনগরী ভ্যালপারাইসো এবং ভিনা দেল মার’র জন্য মারাত্নক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বন্দর নগরী থেকে চিলির রাজধানী সান্টিয়াগোর অবস্থান প্রায় ১২০ কিলোমিটার দূরে।
দেশটির আভ্যন্তরীণ বিষয়ক উপমন্ত্রী মাহমুদ আলেউই বলেন, “প্রায় ৪ হাজার লোককে ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং আরো ১৬ হাজার লোককে সরিয়ে নেয়া জরুরী।”
উল্লেখ্য, বনে আগুন ছড়িয়ে পড়ায় গত বছরের এপ্রিল মাসে ভ্যালপ্যার্যাইসোতে কমপক্ষে ১১ জন মারা যান । অগ্নিকান্ডে ভস্মিভূত হয় ৩ হাজার বাড়িঘর।
রাজ্য কর্তৃপক্ষ এখনো সামগ্রিক ক্ষয়ক্ষতি এবং বাড়িঘর পূনণির্মান কাজ করে যাচ্ছিলেন। এর মধ্যে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম