News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৯, ১৪ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৩৭, ১৭ জানুয়ারি ২০২০

লাখভিকে জেলেই আটক রাখার সিদ্ধান্ত পাকিস্তানের

লাখভিকে জেলেই আটক রাখার সিদ্ধান্ত পাকিস্তানের

মুম্বাই হামলার প্রধান পরিকল্পনাকারী জাকি-উর-রেহমান লাখভিকে ইসলামাবাদ হাইকোর্ট মুক্তির নির্দেশ দিলেও, তাকে মুক্তি না দিয়ে জেলেই আটক রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।  

পঞ্জাব প্রদেশের গভর্নর খবরটি নিশ্চিত করে বলেছেন, লাখভি মুক্তি দিলে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া পড়বে বলে আপাতত তাকে জেলে রাখার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, লকভি মুক্তি না পাওয়ায় তার আইনজীবী অবশ্য ভারতের ‘চক্রান্ত’কেই দায়ী করেছেন।

লকভিকে বেআইনি ভাবে আটকে রাখা হয়েছে উল্লেখ করে শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট মুক্তির নির্দেশ দিয়েছিলেন।

এই আদেশে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়ে তোলে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, লাখভির মতো আন্তর্জাতিক সন্ত্রাসীকে, যাকে জাতিসংঘও সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে, ছেড়ে দেওয়া হলে যে হুমকির সৃষ্টি হবে, তা কিছুতেই এড়িয়ে যাওয়া যায় না। এ ঘটনায়, ভারতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল বাসিতকে এবিষয়ে ব্যাখ্যা দিতে তলব করে নয়াদিল্লি।

অপরদিকে,  শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পাকিস্তানে ভারতীয় উপ-হাই কমিশনার জেপি সিংকে তলব করে ইসলামাবাদ। তাকে জানানো হয়, এই ইস্যুতে ভারত একটু বেশিই মাথা ঘামাচ্ছে। সেই সাথে জেপি সিংয়ের মাধ্যমে ভারতকে জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের অভ্যন্তরীণ বিচার প্রক্রিয়ায় ভারতের হস্তক্ষেপ না করাই ভালো।

এ পরিস্থিতিতে ইসলামাবাদ হাইকোর্ট মুক্তির আদেশ দিলেও শুক্রবার রাত পর্যন্ত ‘টেকনিক্যাল’ কারণে লকভির মুক্তির বিষয়টি ঝুলে থাকে। পরে, আজ শনিবার তাকে এক মাস জেলে রাখার সিদ্ধান্ত ঘোষণা করে পাকিস্তান।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার ঊর্ধ্বতন কমাণ্ডার জাকি-উর-রেহমান লাখভির পরিকল্পনায় ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা চালানো হয় বলে দাবি করে আসছে ভারত।

এ হামলায় নিহত হয় ১৬৬ জন।২৬/১১ হামলার সাথে জড়িত থাকার দায়ে ২০০৯ সাল থেকে কারাগারে আছেন লাখভি।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়