মিশেলকে নিয়ে কুমন্তব্য, বরখাস্ত টিভি উপস্থাপক
ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল নাকি প্ল্যানেট অব এপস সিনেমার চরিত্রের মতো দেখতে। আর এ মন্তব্য করে বিপাকে পড়লেন এক টিভি উপস্থাপক। রডনার ফিগুয়েরোয়া নামের এ উপস্থাপক আমেরিকার একটি স্পেনীয় টিভি চ্যানেলে অনুষ্ঠান চলাকালে এ মন্তব্য করেন।
এ মন্তব্যের কারণে ওই চ্যালেন কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে। জানা গেছে, বুধবার চ্যানেলটির বিখ্যাত একটি টকশোতে মেক-আপ শিল্পী পাওলো বালেসতেরোসকে নিয়ে কথা হচ্ছিল। পাওলো কীভাবে নিজের রূপ বদলে বিখ্যাত নারী সেজে ছবি তোলেন তা নিয়ে তখন কথা চলছিল।
ঠিক এ মুহূর্তেই ঝামেলাটা বাঁধান টকশো সঞ্চালক রডনার। ফ্যাশন জগতের খবরাখবর উপস্থাপনায় বেশ পরিচিত মুখ তিনি। হঠাৎ করেই পাওলোর কাছে তিনি জানতে চান, আপনি কি জানেন যে মিশেল ওবামাকে দেখতে প্ল্যানেট অব এপস সিনেমার চরিত্রের মতো?
উল্লেখ্য, কয়েকদিন আগে পাওলো নিজের সাজ বদলে আমেরিকার ফার্স্ট লেডি সেজেছিলেন। এসূত্র ধরেই হয়তো এডনার এ মন্তব্য করেন। কিন্তু তার মন্তব্যের প্রভাব হলো সুদূরপ্রসারী। তার কথা শুনে আঁতকে উঠলেন উপস্থিত দুই উপস্থাপক। একজন তো বলেই ফেললেন, তুমি কী বলছ? মিশেল তো যথেষ্ট সুন্দরী।
রডনার কিন্তু না দমে আত্মপক্ষ সমর্থনে আবারো বলেন, আমি যা বললাম তা-ও তো ঠিক। কিন্তু ঠিক কীনা তা টের পেলেন কিছুক্ষণ পরই। বুধবার রাতেই চ্যানেলের ওয়েবসাইট থেকে তার ছবি সরিয়ে দেয়া হয়। বৃহস্পতিবার চ্যানেল কর্তৃপক্ষ জানায়, ফার্স্টলেডি মিশেল ওবামা সম্পর্কে রডনার ফিগুয়েরোয়া যে মন্তব্য করেছেন তা খুবই নিন্দনীয়। তার এ মন্তব্যের সঙ্গে কোনোভাবেই চ্যানেলটির মতাদর্শের মিল নেই। তাই ফিগুয়েরোয়াকে তৎক্ষণাৎ বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনার পরপরই ওইদিন মিশেলকে একটি খোলাচিঠি লেখেন রডনার। তাতে ক্ষমা চেয়ে তিনি লেখেন, আমি খুবই লজ্জিত। এ ঘটনার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এ নির্বুদ্ধিতার দায়িত্ব আমি নিজের কাঁধেই নিচ্ছি। সূত্র: আনন্দবাজার পত্রিকা
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম