News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৬, ১৪ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৩৭, ১৭ জানুয়ারি ২০২০

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের ১৩ বছরের কারাদণ্ড

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের ১৩ বছরের কারাদণ্ড

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বিরোধীদলীয় নেতা মোহাম্মদ নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মালদ্বীপের অপরাধবিষয়ক একটি আদালত শুক্রবার  এই দণ্ডাদেশ দেন। খবর এএফপির।

আদালত বলেন, নাশিদ ২০১২ সালে ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন ফৌজদারি আদালতের প্রধান বিচারক আবদুল্লাহ মোহাম্মদকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। এ ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তাই তিন সদস্যের বেঞ্চের সর্বসম্মতিক্রমে তাঁকে কারাদণ্ডের এই আদেশ দেওয়া হলো।

২০০৮ সালে নির্বাচিত হওয়ার পর মাত্র তিন বছর ক্ষমতায় ছিলেন নাশিদ। তিন বছরের মাথায় বিতর্কিত পরিস্থিতিতে ক্ষমতা ছাড়তে হয় তাকে। এরপর একটি বিতর্কিত নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়