News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:২০, ২ জুলাই ২০২০
আপডেট: ০৫:৫৪, ২ জুলাই ২০২০

ক‌রোনা বৈষ‌ম্য বাড়া‌চ্ছে: বিশ্ব ব্যাংক

ক‌রোনা বৈষ‌ম্য বাড়া‌চ্ছে: বিশ্ব ব্যাংক

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বুধবার জানিয়েছেন, মহামারি করোনাভাইরাস বিশ্বব্যাপী অসাম্য ও বৈষম্যের ব্যবধান বাড়াচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর তারা যারা সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে নেই। খবর আল জাজিরা ও রয়টার্সের।
তিনি বলেছেন, “উন্নয়নশীল বিশ্বের জন্য মহামারি করোনাভাইরাস বিপর্যয় ডেকে এনেছে। এর ফলে বিভিন্ন দেশ দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। বৈশ্বিক অর্থনীতির যে ক্ষতি হচ্ছে সেটা কয়েক বছরেও কাটিয়ে ওঠা সম্ভব হবে না।”
“মহামারি করোনাভাইরাস বিশ্বব্যাপী অসাম্য ও বৈষম্যের ব্যবধান বাড়াচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে উন্নয়নশীল দেশগুলোর মানুষকে, যারা সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে নেই। অন্যদিকে উন্নত দেশগুলো, যারা তাদের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ব্যবহার করছে তারা মূলত ধনীদের সুবিধা দিচ্ছে।”
মহামারি করোনাভাইরাস বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত করেছে এক কোটি সাত লাখ ৯৩ হাজার ৪১৭ জন। প্রাণ কেড়ে নিয়েছে পাঁচ লাখ ১৮ হাজার ৪৬ জনের।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়