যুক্তরাজ্যে পার্কে লিবীয় যুবকের ছুরিকাঘাতে নিহত ৩
যুক্তরাজ্যের একটি পার্কে লিবিয়ার এক যুবকের ছুরিকাঘাতে তিনজন নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
ফরবারি গার্ডেন নামে ওই পার্কে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টার (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টা) দিকে বছর ২৫-এর ওই বেপরোয়া যুবক ছুরি নিয়ে লোকজনের ওপর অতর্কিতে হামলা শুরু করে।
পরে পুলিশ তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি জঙ্গি হামলা নয়।
তবে এ ঘটনায় তদন্তে দেশটির কাউন্টার টেররিজম কর্মকর্তাদের ডাকা হয়েছে। বিস্তারিত গণমাধ্যমকে না জানালেও ধারণা করা হচ্ছে– হামলাকারী ওই যুবক লিবিয়ার নাগরিক।
থামস ভ্যালি পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান ইয়ান হান্টার জানান, এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা আছে বলে মনে করেন না।
কেউ হামলার দৃশ্য মোবাইলে ধারণ করে থাকলে তা পুলিশকে দিয়ে সহায়তার অনুরোধ করা হয়েছে।
কিন্তু এ নৃশংসতার ভিডিও ফুটেজ কোনোভাবেই যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা না হয়, এ ব্যাপারে সবাইকে সতর্ক করেছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কিষ্ণাঙ্গ ও বর্ণবাদবিরোধী আন্দোলনের সঙ্গেও এ হামলার কোনো যোগসূত্র নেই।
নিউজবাংলাদেশ.কম/ডি