News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৪, ১৮ জুন ২০২০
আপডেট: ১০:২২, ১৮ জুন ২০২০

চীনে নতুন করে ২৮ জন করোনা আক্রান্ত

চীনে নতুন করে ২৮ জন করোনা আক্রান্ত

চীনের মূল ভূখণ্ডে বুধবার নতুন করে আরও ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

সিনহুয়া জানায়, নতুন শনাক্তদের মধ্যে ২৪ জন স্থানীয়ভাবে সংক্রমিত এবং চারজন বিদেশ থেকে আগত।

স্থানীয়ভাবে সংক্রমিতদের মধ্যে বেইজিংয়ে ২১ জন, দুজন হুবেই প্রদেশ এবং তিয়ানজিনে একজন রয়েছেন বলে জাতীয় স্বাস্থ্য কমিশন নিয়মিত প্রতিবেদনে জানিয়েছে।

কমিশনের তথ্য অনুযায়ী, বুধবার কোভিড-১৯-এ নতুন করে কেউ মারা যায়নি। ১৫ জনকে সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

করোনাভাইরাসে চীনে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ২৯৩ জন। বর্তমানে ২৬৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক।

কমিশন জানিয়েছে, চীনে এখন পর্যন্ত মোট ৭৮ হাজার ৩৯৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৬৩৪ জন।

বুধবার পর্যন্ত চীনে ১ হাজার ৮৬০ জন বিদেশ থেকে আগত করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৭৬৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ৯১ জন এখনও হাসপাতালে রয়েছেন। বিদেশফেরতদের মধ্যে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়