News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২৯, ১৮ জুন ২০২০
আপডেট: ০৮:০৭, ১৮ জুন ২০২০

সংঘাত ও নিপীড়নের কারণে বিশ্বে প্রায় ৮ কোটি মানুষ গৃহহীন

সংঘাত ও নিপীড়নের কারণে বিশ্বে প্রায় ৮ কোটি মানুষ গৃহহীন

সংঘাত ও নিপীড়নের কারণে বিশ্বে প্রায় ৮ কোটি মানুষ গৃহহীন
সারা বিশ্বের প্রায় আট কোটি মানুষ সংঘাত ও নিপীড়নের কারণে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
এর ফলে বিশ্বে এক শতাংশের বেশি মানুষ বর্তমানে গৃহহীন অবস্থায় বসবাস করছে।
বৃহস্পতিবার জাতিসংঘ একথা জানায়। খবর এএফপি’র।
জাতিসংঘ শরণার্থী সংস্থার নতুন এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষ নাগাদ বিশ্বের সাত কোটি ৯৫ লাখ মানুষকে শরণার্থী, না হয় অভিবাসন প্রত্যাশী হিসেবে বা তাদের নিজ দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়ে বসবাস করতে দেখা যায়।
জাতিসংঘ শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপো গ্রান্ডি এক সাক্ষাতকারে এএফপিকে বলেন, “বিশ্বের মোট জনসংখ্যার এক শতাংশের বেশি মানুষ যুদ্ধ, নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং নানা ধরনের সংঘাতের কারণে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে পারছে না।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়