News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৫৮, ১৭ জুন ২০২০
আপডেট: ০৯:০৮, ১৭ জুন ২০২০

ব্রাজিলে করোনা নিয়ন্ত্রণে আসার ঘোষণার দিনই রেকর্ড সংক্রমণ

ব্রাজিলে করোনা নিয়ন্ত্রণে আসার ঘোষণার দিনই রেকর্ড সংক্রমণ

ব্রাজিল সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয়ার দিনই দেশটিতে রেকর্ড সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছেন। সরকারি তথ্যানুযায়ী, লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৯১৮ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ১ হাজার ২৮২ জন।
কোভিড-১৯ এ আক্রান্ত ও প্রাণহানির হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত ব্রাজিলে মোট আক্রান্ত নয় লাখ ২৮ হাজার ৮৩৪ জন। আর মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৪৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯১৮ জন। এর আগে ২৪ ঘণ্টার হিসাবে ব্রাজিলে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয় ১০ জুন। সেদিন ৩৩ হাজার ১০০ জন নতুন করোনা পজিটিভ শনাক্ত হন।
ব্রাজিলে এমন অবস্থার জন্য দেশটির গণমাধ্যম সরকারি অব্যবস্থাপনাকে দায়ী করছে।
ব্রাজিলের সরকার গত কয়েকদিন ধরেই বলে আসছে সংক্রমণ কমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে। মঙ্গলবার করোনা আপডেট দেয়ার আগে দেশটির প্রেসিডেন্ট অফিসের প্রধান ওয়াল্টার ব্রাগা নেটটো বলেন, “সংকট চলছে। সাহসী পরিবারগুলোর প্রতি আমাদের সমবেদনা। কিন্তু পরিস্থিতি আমরা সামাল দিয়েছি। সংক্রমণ অনেক কমে যাচ্ছে!”
এদিকে বিশ্বে আক্রান্ত এবং মৃতের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় সাড়ে আটশ।
আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২২ লাখ ৮ হাজার ৪০০ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৩২ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ৯ লাখ ৩ হাজার ৪১ জন।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়