শ্রীলঙ্কা পৌঁছেছেন মোদি
ঢাকা: দুই দিনের সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে ২৮ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার মাটিতে পা রাখলেন।
শুক্রবার মরিশাসের রাজধানী পোর্ট লুইস থেকে ভারতের একটি বিশেষ বিমানে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পৌঁছান মোদী।
স্থানীয় সময় সকাল ৫টা ২৫ মিনিটে বিমানটি অবতরণ করে। এসময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
সফরকালে প্রধানমন্ত্রী ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করবেন মোদী। দিই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যেই এ সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী। ৩ দেশ সফরে সিসিলিস ও মরিশাস ঘুরে শ্রীলঙ্কা পৌঁছেন মোদি।
এর আগে ১৯৮৭ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী রাজিব গান্ধী শ্রীলঙ্কা সফরে আসেন। ২০০৮ সালে অবশ্য সাবেক প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় এসেছিলেন সার্ক সম্মেলন উপলক্ষে।
এ সফরকে রাজনৈতিক, কৌশলগত, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সর্বোপরি মানুষে মানুষে যোগাযোগ শক্তিশালী করার সুযোগ হিসেবে দেখা হচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন।
নরেন্দ্র মোদি পূর্বের যুদ্ধবিদ্ধস্ত জাফনাতেও যাবেন। এখানে ভারতের সহযোগিতায় নির্মাণ করা বাড়ি সমর্পণ করবেন।
এদিকে, রাজীব গান্ধীর ওপর হামলাকারী বরখাস্ত হওয়া শ্রীলংকার নৌসেনা ভিজিথা রোহান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শ্রীলংকার ঘরোয়া সমস্যায় হস্তক্ষেপ না করতে হুঁশিয়ারি দিয়েছেন।
৪৬ বছর বয়সী ভিজিথা বলেছেন, ‘আমি মোদিকে পছন্দ করি, একজন ভালো মানুষ আমাদের দেশ সফরে এসেছেন এজন্য আমি খুশি। কিন্তু আমাদের আভ্যন্তরীণ সমস্যায় তার হস্তক্ষেপ করা উচিত নয়। আমাদের আঞ্চলিক অখণ্ডতাকে তার সম্মান করা উচিত।’
ভিজিথা আরো বলেছেন, ‘যদি তিনি রাজীব গান্ধীর মতো আমাদের বিষয়ে হস্তক্ষেপ করেন তাহলে তামিল সমস্যা ফের একবার সামনে চলে আসবে।’
ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কলম্বো সফরে তাকে গার্ড অফ অনার দেয়ার সময় ভিজিথা হামলা চালিয়েছিলেন। পরে তাকে সেনাবাহিনী থেকে বের করে দেয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম