News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩২, ৮ জুন ২০২০
আপডেট: ০৪:১৯, ১১ জুন ২০২০

সিঙ্গাপুরে উপসর্গ এবং উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা সমান

সিঙ্গাপুরে উপসর্গ এবং উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা সমান

সিঙ্গাপুরে এখন করোনাভাইরাসে যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে উপসর্গ আছে এবং উপসর্গ নেই এমন রোগীর সংখ্যা সমান বলে জানিয়েছেন সরকারি ভাইরাস টাস্কফোর্সের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

টাস্কফোর্সের সহ-প্রধান লরেন্স ওং সোমবার রয়টার্সকে জানান, “আমাদের অভিজ্ঞতা বলে, প্রতিটি উপসর্গযুক্ত শনাক্তের বিপরীতে কমপক্ষে একটি উপসর্গহীন কেস আছে।” 

এটি উদঘাটন হওয়াতেই সরকার লকডাউনের বিধিনিষেধ খুবই ধীরে শিথিল করছে।

ছোটো দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকদের ডরমেটরিতে করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব রয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ৩৮ হাজার জন আক্রান্ত হয়য়েছেন। প্রায় দুই মাসের লকডাউন শেষে গত সপ্তাহে স্কুল এবং কিছু ব্যবসা-বাণিজ্য আবার চালু হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিঙ্গাপুর করোনাভাইরাসের পরীক্ষা আরও বেশি করে চালানোয় এটি উদঘাটন করা গেছে।

সিঙ্গাপুর এর আগে উপসর্গহীন আক্রান্তের সংখ্যা প্রকাশ করেনি।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়