News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৪, ৭ জুন ২০২০
আপডেট: ১১:০২, ১৪ জুন ২০২০

করোনা আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর ভিত্তিহীন

করোনা আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর ভিত্তিহীন

ভারতের আলোচিত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহেজবিন করোনায় আক্রান্তের খবর কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি করোনায় আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিম মারা গেছেন বলেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।

তবে শনিবার এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানায়, দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহেজবিনের করোনায় আক্রান্ত হবার খবর ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিম।

আনিস ইব্রাহিমের বরাতে বেসরকারি ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানায়, দাউদ ইব্রাহিম ও পরিবারের কেউই করোনায় আক্রান্ত নয়। তারা এখন বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। এদিকে, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের করাচিতে ব্যবসা পরিচালনার কথাও স্বীকার করেন আনিস ইব্রাহিম।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের জন্য মূল হোতা হিসেবে আলোচিত দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী। ২০০৩ সালে ভারত ও জাতিসংঘ দাউদ ইব্রাহিমকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়