‘হংকং এখন আর চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল নয়’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে বলেছেন যে হংকং এখন আর চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল নয়। ধারণা করা হচ্ছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এমন মন্তব্যের পর হংকং’র সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কের বড় প্রভাব ফেলতে পারে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কোনো দায়িত্বশীল ব্যক্তি আজ এই দাবি করতে পারবে না যে হংকং চীন থেকে উচ্চমাত্রায় স্বায়ত্তশাসন পাচ্ছে।”
হংকং নিয়ন্ত্রণে চীনের প্রস্তাবিত নতুন জাতীয় নিরাপত্তা আইন নিয়ে পম্পেও বলেন, “একের পর এক কার্যকলাপের মাধ্যমে হংকং’র স্বাধীনতা এবং স্বায়ত্তশাসনকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।”
হংকংয়ে চীন বিরোধী নতুন আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত কয়েক শত মানুষকে আটক করেছে পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এফএ