News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:১৬, ২৬ মে ২০২০
আপডেট: ১৭:২৪, ২৮ মে ২০২০

করোনা: চোখে কম দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

করোনা: চোখে কম দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর তিনি চোখে কম দেখছেন। যেখানে তিনি আক্রান্ত হওয়ার আগেও কখনো চোখে চশমা পরেননি, এখন তাকে পরতে হচ্ছে। এটাকে তিনি করোনাভাইরাসের পার্শ্বপ্রতিক্রিয়া বলে মনে করছেন। খবর মেট্রোর।
ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাকে ইদানিং চশমা পরতে হচ্ছে। যেটা আগে কখনো প্রয়োজন হয়নি। সুতরাং আমি মনে করছি এটা করোনাভাইরাসের প্রভাব হতে পারে। এটা খুবই বিশ্বাসযোগ্য যে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সঙ্গে দৃষ্টিশক্তি কমে যাওয়ার সম্পর্ক থাকতে পারে।”
মার্চের শেষ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এপ্রিলের শুরুতে তাকে কয়েক রাত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকতে হয়েছিল। এরপর সুস্থ হয়ে ওঠেন তিনি।
করোনাভাইরাসে যুক্তরাজ্যে বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ হাজার ৯১৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৬১ হাজার ১৮৪ জন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়