করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ছুঁইছুঁই
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত পর্যন্ত বিশ্বব্যাপী ৩ লাখ ২২ হাজার ৯৪৯ জনের মৃত্যু হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ৫১ হাজার ৭৬১ জন।
বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন ২৬ লাখ ৮৯ হাজার ৭৪৪ জন, যাদের মাঝে ৪৫ হাজার ১৫৫ জনের অবস্থা আশঙ্কাজনক গুরুতর অবস্থায় রয়েছেন।
করোনাভাইরাসে মোট আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৯ লাখ ৩৯ হাজার ০৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
নিউজবাংলাদেশ.কম/এএস