News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৫, ১৬ মে ২০২০
আপডেট: ০৪:১৯, ১৯ মে ২০২০

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে

আক্রান্ত ৪৭ লাখ ছুঁইছুঁই

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার রাত পর্যন্ত বিশ্বব্যাপী ৩ লাখ ১০ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ৮১ হাজার ৪৪৬ জন।

বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন ২৫ লাখ ৮০ হাজার ৩২৫ জন, যাদের মাঝে ৪৪ হাজার ৮৩১ জনের অবস্থা আশঙ্কাজনক।

করোনাভাইরাসে মোট আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৭ লাখ ৯০ হাজার ৫০৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়