যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ১৭১৫ জনের মৃত্যু, বেড়েছে নতুন আক্রান্ত
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণহানির ঘটনা সামান্য কমেছে। তবে নতুন করে আক্রান্ত বেড়েছে।
বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১ হাজার ৭১৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে বুধবার ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৭৭২ জনের মৃত্যু হয়।
এদিকে দেশটিতে করোনাভাইরাসে বৃহস্পতিবার নতুন করে ২৭ হাজার ২৪৬ জন আক্রান্ত হয়েছে। আগেরদিন বুধবার ২৪ ঘণ্টায় আক্রান্ত হয় ২১ হাজার ৭১২ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী- যুক্তরাষ্ট্রে মোট ৮৬ হাজার ৯১২ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই রোগে মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫৭ হাজার ৫৯৩ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ২৭ জন।
নিউজবাংলাদেশ.কম/এএস