News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৭, ১৫ মে ২০২০
আপডেট: ০৪:২৪, ২১ মে ২০২০

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ১৭১৫ জনের মৃত্যু, বেড়েছে নতুন আক্রান্ত

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ১৭১৫ জনের মৃত্যু, বেড়েছে নতুন আক্রান্ত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণহানির ঘটনা সামান্য কমেছে। তবে নতুন করে আক্রান্ত বেড়েছে।

বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১ হাজার ৭১৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে বুধবার ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৭৭২ জনের মৃত্যু হয়।

এদিকে দেশটিতে করোনাভাইরাসে বৃহস্পতিবার নতুন করে ২৭ হাজার ২৪৬ জন আক্রান্ত হয়েছে। আগেরদিন বুধবার ২৪ ঘণ্টায় আক্রান্ত হয় ২১ হাজার ৭১২ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী- যুক্তরাষ্ট্রে মোট ৮৬ হাজার ৯১২ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই রোগে মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫৭ হাজার ৫৯৩ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ২৭ জন।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়