News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৫, ১২ মে ২০২০
আপডেট: ০৪:২৯, ১৫ মে ২০২০

রাশিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ করোনা রোগীর মৃত্যু

রাশিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ করোনা রোগীর মৃত্যু

রাশিয়ার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগে কোভিড-১৯ আক্রান্ত পাঁচ রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সেইন্ট পিটার্সবার্গের একটি হাসপাতালে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

একটি ওভারলোডেড ভেন্টিলেটর থেকে আগুনের সূত্রপাত হয়।

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে অগ্নিকাণ্ডে রোগীদের মৃত্যুর কথা নিশ্চিত করেছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়, তবে কতোজন রোগী মারা গেছে তা জানায়নি।    

ইন্টারফ্যাক্সকে এক ব্যক্তি বলেছেন, “ভেন্টিলেটরগুলো প্রান্তসীমায় চলে গিয়েছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, তার মধ্যে একটি মেশিন ওভারলোড হয়ে আগুনের সূত্রপাত ঘটায়।”

জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, ওই হাসপাতাল থেকে ১৫০ জন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ করা তথ্য অনুযায়ী, নতুন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় শীর্ষস্থানীয় দেশ হয়ে উঠেছে রাশিয়া, যুক্তরাষ্ট্রের পরেই স্থান নেওয়া এই দেশটিতে মোট শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ২৪৩ জন।

আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে উঠে এলেও শীর্ষস্থানীয় অন্যান্য দেশগুলোর তুলনায় রাশিয়ার মৃত্যুর সংখ্যা এখনও কম, মৃত্যু হয়েছে ২ হাজার ১১৬ জনের।

শনিবার রাজধানী মস্কোতে করোনাভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য নির্ধারিত আরেকটি হাসপাতালে আগুন লেগে এক ব্যক্তির মৃত্যু হয়।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়