সিকিম সীমান্তে চীন-ভারত সংঘর্ষ
সিকিম সীমান্তে পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে চীন ও ভারত। শনিবার উত্তর সিকিমের নাকুলায় সংঘাতে জড়িয়েছে দুই দেশের জওয়ানরা। অবশ্য পরিস্থিতি গুলি বিনিময় পর্যন্ত গড়ায়নি। তবে হাতাহাতিতে জড়িয়েছে উভয় পক্ষ। এতে দুই পক্ষেই কয়েকজন আহত হয়েছে।
পরে স্থানীয় পর্যায়েই ওই বিবাদ মীমাংসা করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সেনাবাহিনীর দুই কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যমগুলোকে এই ঘটনার কথা জানিয়েছেন।
তাঁরা জানান, মুগুথাং পেরিয়ে পাঁচ হাজার ফুট উচ্চতায় নাকুলা সেক্টরে দু’পক্ষের প্রায় ১৫০ জওয়ানের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৪ ভারতীয় জওয়ান ও চীনের ৭ জওয়ান আহত হয়।
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের তরফে ভারতীয় বাহিনীর সদর দফতরে যোগাযোগ করা হলেও এ ব্যাপারে কিছু জানা নেই বলে সেখান থেকে বার্তা দেওয়া হয়েছে। তবে নাকুলায় এই ধরনের ঘটনা সাধারণত ঘটে না বলে জানান সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তা।
সীমান্তে চীন-ভারত সংঘর্ষ অবশ্য নতুন নয়। ২০১৭-র অগস্টে লাদাখের নিয়ন্ত্রণরেখার কাছে প্যাংগং লেক এলাকায় পরস্পরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষের জওয়ানরা। ঘুঁষোঘুঁষির পাশাপাশি পরস্পরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনাও ঘটে। ডোকলামে টানা ৭৩ দিন ধরে দুই দেশের সেনারা মুখোমুখি অবস্থান নিয়েছিল। ঠিক সেই সময়ই ওই ঘটনা ঘটে। সূত্র: আনন্দবাজার।
নিউজবাংলাদেশ.কম/ডি