News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৬, ১০ মে ২০২০
আপডেট: ০৪:২৪, ১৩ মে ২০২০

মালয়েশিয়ায় লকডাউনের সময় বাড়লো

মালয়েশিয়ায় লকডাউনের সময় বাড়লো

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান আদেশ মুভমেন্ট কন্ট্রোল অডার (এমসিও) পঞ্চম বারের মতো বাড়িয়ে ৯ জুন পর্যন্ত ঘোষণা করা হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন রোববার স্থানীয় সময় দুপুর ২টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, আমরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য নিয়ন্ত্রণ আদেশ বাড়িয়েছি। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা পবিত্র রমজান মাসে আল্লাহ তায়ালা’র নিকট প্রার্থনা করি যেন কোভিড -১৯ থেকে মুক্তি পাই। আমি জানি এটা আমাদের জন্য খুবই কষ্টকর, কিন্তু সবার সুস্বাস্থ্যর জন্য এমসিও বাড়াতে হচ্ছে। আমরা চাই আমাদের দেশ থেকে পুরোপুরি করোনা ভাইরাস নির্মূল হোক। ইতোমধ্যেই আমাদের করোনাভাইরাস প্রতিরোধে এগিয়ে আছি এবং আরো সাফল্যের জন্য অপেক্ষা করতে হবে।

দেশটিতে করোনাভাইরাস মোকাবিলায় গত ১৮ মার্চ থেকে চলাচলে বিধিনিষেধ আরোপ করে চতুর্থবারের মতো বাড়িয়ে ১২ মে পর্যন্ত ঘোষণা করা হয়। কিন্তু করোনাভাইরাস মোকাবিলায় ফের বিধিনিষেধ বাাড়িয়ে আগামী ৯ জুন পর্যন্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়