News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৫, ৯ মে ২০২০
আপডেট: ০৪:২৯, ১২ মে ২০২০

যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় আরও ১৬৮৭ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় আরও ১৬৮৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১ হাজার ৬৮৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া নতুন করে প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৯ হাজার ১৬২ জন। আর গুরুতর অবস্থায় রয়েছেন ১৬ হাজার ৯৭৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৭৮ হাজার ৬১৫ জন।

সংক্রমণ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে মোট ১৩ লাখ ২১ হাজার ৭৮৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৬০৩ জন।

এদিকে মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। যাদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৭৬ হাজার ২৩৫ জনের।

এ পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতি কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৫ হাজার ৪১৫ জন এবং বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৩ লাখ ৫২ হাজার ২৪৯ জনের মধ্যে ২২ লাখ ৩ হাজার ৫৫০ জন স্থির অবস্থায় রয়েছেন, যা মোট আক্রান্তের ৯৮ শতাংশ।

এছাড়া, বর্তমানে আক্রান্ত ৪৮ হাজার ৬৯৯ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়