News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৭, ৭ মে ২০২০
আপডেট: ০৪:২৫, ৯ মে ২০২০

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ সাড়ে ৬৬ হাজার

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ সাড়ে ৬৬ হাজার

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিশ্বব্যাপী ২ লাখ ৬৬ হাজার ৪৮৮ জনের মৃত্যু হয়েছে যা মোট রোগীর ১৭ শতাংশ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৫৭ হাজার ১১৯ জন।

বর্তমানে স্থির অবস্থায় রয়েছেন ২২ লাখ ২৪ হাজার ৬১৯ জন, যা মোট রোগীর ৯৮ শতাংশ।

এছাড়া, ৪৮ হাজার ৩৪ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।

করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৩ লাখ ১৭ হাজার ৯৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন, যা মোট রোগীর ৮৩ শতাংশ।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়