News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৪৩, ৩ মে ২০২০
আপডেট: ০৪:২৭, ৫ মে ২০২০

কানাডায় আজান দেয়ার অনুমতি, তবে শুধু রমজানে

কানাডায় আজান দেয়ার অনুমতি, তবে শুধু রমজানে

কানাডার মুসলমানরা দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মসজিদের মাইক থেকে আজান প্রচার করার অনুমতি পেয়েছেন। কানাডার কয়েকটি শহরে পবিত্র রমজান মাসের জন্য এই অনুমতি দেয়া হয়েছে বলে আনাতোলি বার্তা সংস্থা জানিয়েছে।
এতে বলা হয়েছে, এখন থেকে রাজধানী অটোয়ার পাশাপাশি টরেন্টো, এডমন্টন ও হ্যামিল্টন শহরের মসজিদগুলো থেকে জোহর, আসর ও মাগরিবের নামাজের আজান দেয়া যাবে। তবে এই অনুমতি দেয়া হয়েছে পবিত্র রমজান উপলক্ষে এবং রমজান শেষ হওয়ার পর কোনো মসজিদ থেকে আর আজান দেয়া যাবে না।
এ সম্পর্কে হ্যামিল্টন শহরের ‘মাউন্টেন’ মসজিদের ইমাম সাইয়্যেদ তুরা বলেছেন, “কানাডায় বসবাসরত মুসলমানদের জন্য আজকের দিনটি ঐতিহাসিক। কারণ, তারা আজ প্রথমবারের মতো মসজিদ থেকে আজান প্রচারের অনুমতি পেয়েছে।”
তবে রমজান শেষ হওয়ার পরও যাতে আজান প্রচার করা যায় সেজন্য কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। এ ছাড়া, শুধু চারটি শহর নয় বরং কানাডার প্রতিটি শহর যাতে এ ধরনের অনুমতি পায় সেজন্য চেষ্টা চলছে বলেও জানান সাইয়্যেদ তুরা। সূত্র পার্সটুডে।   

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়