News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৩, ২ মে ২০২০
আপডেট: ০৪:১৯, ১১ মে ২০২০

মোদিকে আনফলো করার বিষয়টি খোলাসা করলো হোয়াইট হাউজ

মোদিকে আনফলো করার বিষয়টি খোলাসা করলো হোয়াইট হাউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয় হোয়াইট হাউস থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট আনফলো করা হয়েছে। ফলো করার ১৮ দিনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার আনফলো করে দিয়েছে হোয়াইট হাউস। পরে নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট আনফলো করার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, হোয়াইট হাউজ সাধারণত মার্কিন সরকারের বড় বড় কর্মকর্তাদের অ্যাকাউন্টই ফলো করে। এছাড়া কোনো দেশ সফর করলে স্বল্প সময়ের জন্য সংশ্লিষ্ট দেশের রাষ্ট্র প্রধান, সংশ্লিষ্ট কার্যালয়ের অ্যাকাউন্টও ফলো করা হয়। যাতে যোগাযোগ করতে সুবিধা হয়। তবে সফর শেষ হলে তা আনফলো করে দেওয়া হয়।

তিনি আরও জানান, বর্তমানে হোয়াইট হাউস মাত্র ১৩ জনকে ফলো করছে যার মধ্যে কোন বিদেশি রাষ্ট্রনেতা নেই। আর হোয়াইট হাউসের টুইটার হ্যান্ডলের ফলোয়ার সংখ্যা দুই কোটি ২০ লাখের কিছু বেশি।

এদিকে হঠাৎ করে ভারতের প্রধানমন্ত্রীকে এভাবে আনফলো করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। এই বিষয়টি নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নজর দিতে অনুরোধও জানিয়েছেন তিনি। তারপরই আমেরিকার এ ব্যাখ্যা পাওয়া গেল।

উল্লেখ্য, হোয়াইট হাউস সাধারণত অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে ফলো করে না। কিন্তু গত ১০ এপ্রিল থেকে কিছুটা নজিরবিহীনভাবেই নরেন্দ্র মোদির ব্যক্তিগত এবং প্রধানমন্ত্রীর অফিসের টুইটার হ্যান্ডল ফলো করে হোয়াইট হাউস।

নিউজ১৮, ইন্ডিয়া টুডে, সংবাদ প্রতিদিনি।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়