News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:০৮, ২ মে ২০২০
আপডেট: ০৪:১৮, ১১ মে ২০২০

অবশেষে 'জনসম্মুখে' কিম

অবশেষে 'জনসম্মুখে' কিম

প্রায় ২০ দিন পর অবশেষে জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানায়।
কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানচিয়নে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন কিম। ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত কারখানার লোকেরা ‘উল্লাসে ফেটে’ পড়েন।
প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে কিমের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সিনিয়র কর্মকর্তাসহ তার বোন কিম ইয়ো জং।
তবে কিমের জনসম্মুখে হাজির হওয়ার খবরের সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি। এছড়া কেসিএনএ কিমের নতুন কোনো ছবিও প্রকাশ করেনি।
বিগত কয়েক দিন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর চাউর হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। কিমের মৃত্যু হয়েছে বলেও দাবি করে অনেক সংবাদ মাধ্যম।
সোশ্যাল মিডিয়ায় ৩৬ বছর বয়সী কিম জং উনের ভুয়া মৃতদেহের ছবিও ভাইরাল হয়। তবে এনিয়ে কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া।
শেষমেশ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে কিমের অবস্থান নিয়ে এই তথ্য এলো। বিবিসি, আল জাজিরা, ব্লুমবার্গ।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়