News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৫৯, ১ মে ২০২০
আপডেট: ০৪:২১, ৭ মে ২০২০

রাশিয়ার প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

রাশিয়ার প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন বলে আলজাজিরা ও এবিসি নিউজ জানিয়েছে।

খবরে বলা হয়, মিশুস্তিনের অসুস্থতার কারণে উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভকে প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে।

এক ভিডিও কনফারেন্সে মিশুস্তিন নিজেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে করোনা পজেটিভের বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ এসেছে বলে তিনি ঘরেই আইসোলেশনে রয়েছেন।

মিশুস্তিন প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন, এই সঙ্কটকালে অসুস্থতার মধ্যেও তিনি যতদূর সম্ভব নীতি-নির্ধারণী বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জানুয়ারিতে ৫৪ বছর বয়সী মিশুস্তিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়