News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:০৩, ৩০ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২২, ৩ মে ২০২০

করোনা: বিশ্বে মৃত্যু ২ লাখ ২৮ হাজার, আক্রান্ত ৩২ লাখেরও বেশি

করোনা: বিশ্বে মৃত্যু ২ লাখ ২৮ হাজার, আক্রান্ত ৩২ লাখেরও বেশি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ২২৩ জনে। আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ২০ হাজার ২২৫ জন।

এপর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১০ লাখ ৩৫১ জন সুস্থ হয়ে উঠেছেন

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গতবছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া অতিমাত্রায় ছোঁয়াচে কোভিড-১৯ রোগে এপর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩২ লাখ ২০ হাজার ২২৫ জন।

তাদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৯১ হাজার ৬৫১ জন চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ৮১১ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেএপর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১০ লাখ ৩৫১ জন সুস্থ হয়ে উঠেছেন।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩ জনে। এছাড়া বুধবার পর্যন্ত মোট ৭ হাজার ১০৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়