দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন গুদামে আগুন নিহত ৩৮
দক্ষিণ কোরিয়ার ইনছন শহরে একটি নির্মাণাধীন গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।
অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭৮ কর্মী ছিলেন। যাদের মধ্যে অনেকেরই এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের।
ভবনটির বেজমেন্টে থাকা দাহ্যপদার্থের বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, রাজধানী সিউল থেকে ৮০ কিলোমিটার দূরের ইনছন শহরে ওই নির্মাণাধীন গুদামে স্থানীয় সময় বুধবার দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নেভানো সম্ভব হয়।
জরুরি পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চাং সিয়ে কিয়ুন।
নিউজবাংলাদেশ.কম/কেএইচ