চীন আমাকে নির্বাচনে হারাতে চায়: ট্রাম্প
দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার লক্ষ্যে এ বছরের নভেম্বরে ফের ভোটের লড়াইয়ে অংশ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কা প্রকাশ করে বলেছেন, চীন তাকে এবারের নির্বাচনে আর জয়ী হতে দেবে না। সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে ট্রাম্প এমনটি বলেন।
সাক্ষাতকারে ট্রাম্প “তারা আমাকে হারানোর জন্য যে কোনো কিছুই করতে চাইবে। আর যুক্তরাষ্ট্রে করোনা ছড়িয়ে পড়ার পর বেইজিংয়ের জন্য প্রচুর সম্ভাবনা তৈরি হয়েছে। এ সময় চীনকে করোনা ভাইরাস নিয়ে বিশ্বকে জানানোর আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।”
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের বিস্তারের কারণে ট্রাম্পের অবহেলাকে দুষছেন অনেক বিশেষজ্ঞ। এছাড়া ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধেও জড়িয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের করণীয় সম্পর্কে ট্রাম্প বলেন, “অনেক কিছুই আমরা করতে পারি। কি ঘটছে আমরা সেটা দেখছি।”
নিউজবাংলাদেশ.কম/এফএ