এবার আফ্রিকার এক প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এবার পশ্চিম অফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী ন্যুনো গোমেস নাবিয়াম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী নাবিয়াম ছাড়াও এই ভাইরাসে আক্রান্ত হযেছেন তার মন্ত্রিসভার আরও তিন সদস্য। অফ্রিকার দেশে কোনও শীর্ষস্থানীয় ব্যক্তির করোনায় আক্রান্ত হবার ঘটনা এটিই প্রথম।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এতথ্য জানিয়ে বলা হযেছে, মঙ্গলবার পরীক্ষায় করোনা ধরা পড়ার পর আক্রান্ত প্রধানমন্ত্রীসহ অন্য তিনজকে রাজধানী বিসাউয়ের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গিনি বিসাউয়ে এখন পর্যন্ত ৭০ জনের শরীরে করোনার সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে মৃত্যু হয়েছে একজনের। আক্রান্তের সংখ্যা বাড়তে পারে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে এপ্রিলের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি সুস্থ হয়ে ফিরেছেন।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে।
সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় অক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৬৩ হাজার ৮১৪ জন, মৃত্যু হয়েছে দুই লাখ ১৯ হাজার ৪০০ জনের। এর বিপরীতে সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৬ হাজার মানুষ।
নিউজবাংলাদেশ.কম/এএস