করোনা রোধে মিথানল পান: ইরানে ৭শতাধিক মৃত্যু
বিশ্বজুড়ে ছাড়িয়ে পড়া করোনাভাইরাস নিরাময়ে বিষাক্ত মিথেনল পান করে ইরানে সাত শতাধিক মানুষ মারা গেছেন বলে সোমবার এক কর্মকর্তা জানিয়েছেন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে যে তথ্য প্রকাশ করেছিল এ সংখ্যাটি তারচেয়ে বেশি।
মন্ত্রণালয়ের উপদেষ্টা হোসেইন হাসানিয়ন বলেন, মৃত্যুর সংখ্যা গড়মিল হওয়ার কারণ হলো অ্যালকোহল জাতীয় বিষাক্ত পদার্থ পান করে হাসপাতালের বাইরেও বেশ কিছু মানুষ মারা গেছেন।
অ্যাসোসিয়েটেড প্রেসকে হাসানিয়ান বলেন, ‘হাসপাতালের বাইরে প্রায় ২০০ লোক মারা গেছেন।’
এপ্রিলের শুরুতে দেশটির সরকারি এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছরের তুলনায় ইরানে অ্যালকোহলজনিত বিষক্রিয়ায় মৃত্যুর সংখ্যা ১০ গুণেরও বেশি দাঁড়িয়েছে।
করোনা নিয়ে গঠিত জাতীয় কর্তৃপক্ষ বলেছে, ২০ ফেব্রুয়ারি থেকে এপ্রিলের ৭ তারিখের মধ্যে অ্যালকোহল জাতীয় বিষক্রিয়ায় ৭২৮ জন ইরানির প্রাণহানি ঘটেছে। আর আগের বছর মাত্র ৬৬ মারা গিয়েছিলেন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর সোমবার রাষ্ট্রীয় টিভিকে জানিয়েছেন, মিথেনল অ্যালকোহল পান করে দেশটিতে মোট পাঁচ হাজার ১১ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৯০ জন তাদের চোখের দৃষ্টি হারিয়েছেন।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই করোনাভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। দেশটিতে এ মহামারিতে আক্রান্ত হয়ে পাঁচ হাজার ৮০৬ জন মারা গেছেন এবং ৯১ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
নিউজবাংলাদেশ.কম/এএস