News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৫০, ২৭ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:১৯, ৩০ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস শনাক্তে চীনের কিট অযোগ্য: ভারত

করোনা ভাইরাস শনাক্তে চীনের কিট অযোগ্য: ভারত

করোনা ভাইরাস শনাক্ত করতে চীনের কিটকে কাজের অযোগ্য দাবি করেছেন ভারত সরকার। ফলে করোনা শনাক্তের কিটের জন্য চীনের কাছে দেওয়া অর্ডারও বাতিল করেছে দেশটি। সেই সঙ্গে চীনের ওই দুই প্রতিষ্ঠানের তৈরি কিট ব্যবহার না করার জন্য ভারতের বিভিন্ন রাজ্য ও হাসপাতালগুলিকে জানিয়েছে তারা।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের দাবি, করোনা ভাইরাস পরীক্ষায় চীনের গুয়াংঝাউ ওন্ডফো বায়োটেক এবং ঝুয়াই লিভজোন ডায়াগোনস্টিকের তৈরি কিট কাজের অযোগ্য বলে প্রমাণিত হয়েছে।

সোমবার ভারত সরকার জানিয়েছে, চীন থেকে করোনা কিট আনতে যে অর্ডার দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। অর্ডার করার পর কোনো টাকা দেওয়া হয়নি চীনকে। ফলে এক টাকাও অপচয় করতে হবে দেশটিকে।

দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়, অযোগ্য ওই কিট কিনে এক টাকাও অপচয় করতে নারাজ ভারত সরকার।

এর আগে ভারতে করোনা শনাক্তের জন্য ধীর গতির কিটের পরিবর্তে ফাস্ট ট্র্যাক কিট ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কিটগুলির নির্ভুলতার হার মাত্র ৫.৪ শতাংশ। আইসিএমআর জানায়, তারা রাপিড টেস্ট কিট ব্যবহারে রাজি হয়েছে। তবে সেগুলো আরও অবিশ্বস্ত, যদিও সস্তা, এবং দ্রুত ফলদায়ী। এনডিটিভি।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়