করোনা: ক্লিনিক্যাল ট্রায়ালে ব্যর্থ যুক্তরাষ্ট্রের রেমডিসিভির ওষুধ
করোনা ভাইরাসের চিকিৎসার জন্য সম্ভাব্য অ্যান্টিভাইরাল ওষুধ রেমডিসিভির প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালে ব্যর্থ হয়েছে। আশা করা হচ্ছিল, যুক্তরাষ্ট্রের এই ওষুধের মাধ্যমে করোনার চিকিৎসা করা যাবে। কিন্তু চীনে এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, এটি করোনা চিকিৎসায় কার্যকরিতা দেখাতে পারেনি।
রেমডিসিভির কার্যকারিতা নিয়ে একটি খসড়া ডকুমেন্ট প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই ডকুমেন্ট বলা হয়, ওই ওষুধে রোগীদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তবে রেমডিসিভির প্রস্তুতকারক যুক্তরাষ্ট্রের গিলিয়ড সায়েন্স কোম্পানির দাবি, সঠিকভাবে ওই ডকুমেন্টে তথ্য প্রকাশিত হয়নি।
ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ১৪ হাজার ৭৪৭ জন। মারা গেছেন ১ লাখ ৯০ হাজার ৩৯২জন ।
নিউজবাংলাদেশ.কম/এফএ