করোনাভাইরাস: চীনে তদন্তকারী পাঠাতে চান ট্রাম্প
প্রাণঘাতী করোনা ভাইরাস কী চীনের ইচ্ছাকৃতভাবে তৈরি করা ভাইরাস। এনিয়ে তদন্ত করতে চীনে তদন্তকারী পাঠাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার এনিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখনো চায় তদন্তকারী চীনে গিয়ে করোনা ভাইরাসের তদন্ত করুক।
তিনি আরও বলেন, আমরা চীনের সঙ্গে কথা বলছি। যেখানে যাওয়ার ব্যাপারে অনেক আগে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আমরা সেখানে যেতে চাই।
এর আগে শনিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প চীনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, করোনা ভাইরাস যদি চীন ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে থাকে তাহলে এর জন্য তাদের ফল ভোগ করতে।
এদিকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। মারা গেছে ৪০ হাজার ৫৬৫ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় দেশটির অবস্থান শীর্ষে।
সিএনএন।
নিউজবাংলাদেশ.কম/এএস