News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৬, ১৫ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৫, ১৮ এপ্রিল ২০২০

বিশ্বে করোনা আক্রান্ত ২০ লাখ ছাড়ালো, মৃত ১২৬৭৫৭

বিশ্বে করোনা আক্রান্ত ২০ লাখ ছাড়ালো, মৃত ১২৬৭৫৭

প্রাণঘাতী করোনাভাইরাসে বুধবার দুপুর পর্যন্ত বিশ্বব্যাপী ২০ লাখ ১৩৪ জন মানুষ আক্রান্ত হয়েছেন। পাশাপাশি এ ভাইরাসে মৃতের সংখ্যা বিশ্বে ১ লাখ ২৬ হাজার ৭৫৭।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ৮৮ হাজার ৭৭৭ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ৬০৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৪ লাখ ৮৪ হাজার ৬০০ জন সুস্থ হয়ে উঠেছেন।

করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ কোভিড-১৯ সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ৮৮ হাজার ৭৭৭ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ৬০৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশে বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ১ হাজার ২৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়