News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৩, ১২ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৩৮, ১৭ জানুয়ারি ২০২০

চীনে সপ্তাহে ৪ হাজার শিশু নিখোঁজ

চীনে সপ্তাহে ৪ হাজার শিশু নিখোঁজ

ঢাকা: আট মাসের মেয়েশিশুর দাম ৩২ হাজার ডলার। আর ছেলেশিশুর দাম ১৬ হাজার ডলার। এ দামে চীনের বাজারে এখন শিশু বেচাকেনা হচ্ছে। চীনে বর্তমানে শিশু বেচাকেনার বাজার বেড়েই চলেছে। একইসঙ্গে বাড়ছে শিশুদের নিখোঁজ হওয়ার ঘটনাও।

জানা গেছে, দেশটিতে প্রতি বছর ২০ হাজার শিশু নিখোঁজ হয়। প্রতি সপ্তাহে নিখোঁজের সংখ্যা দাঁড়ায় ৪ হাজার। এ বাণিজ্যের জন্য সাধারণত অনলাইনকে ব্যবহার করা হয়। এ ব্যবসার নির্দিষ্ট বাজার রয়েছে। যারা শিশু কিনতে আগ্রহী তাদেরকে ছবি ও ভিডিওর মাধ্যমে শিশুকে দেখানো হয়।

ক্রেতার পছন্দ হলে এরপর চলে দরদাম। হিসেব মিলে গেলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়া হয় শিশুকে। উল্লেখ্য, ১২ বছর আগে চীনা পুলিশ প্রথম ২৮ শিশুসহ একটি চক্রকে আটক করেছিল। চক্রটি নাইলনের ব্যাগে ভরে একটি বাসের পেছনের সিটে শিশুদের চুরি করে নিয়ে যাচ্ছিল।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এসব ব্যবসায়ীরা ওয়েবসাইটের মাধ্যমে তাদের বাণিজ্য চালায়। গত এ চক্রের এক হাজার ৩৪ জন অপরাধীকে গ্রেফতার করে। পাশাপাশি ৩৮২ শিশুকে উদ্ধার করে পুলিশ।

হাসপাতালের পরিত্যক্ত শিশুরাও এ বাজারে বিক্রি হয় বলে জানা গেছে। অনেক নিঃসন্তান দম্পতি তাদের গ্রহণ করে থাকে। সূত্র: বিবিসি

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়