মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, ওবামার ফোন
ঢাকা: মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টার মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিধ্বস্ত হয়েছে। বিমানবাহিনীর ঘাঁটি এগলিনের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফোন করে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, দেশটির জন্য এ দুর্ঘটনা বড় ধরনের একটি ঘটনা। এ ঘটনায় নৌবাহিনীর ৭ সদস্য ও ৪ ক্রুসহ ১১ আরোহী নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই প্রাণ হারিয়েছে।
মার্কিন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারটি যখন বিধ্বস্ত হয় সেসময় ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল গোটা অঞ্চল। এ কারণে এ দুর্ঘটনা ঘটেছে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিমান ঘাঁটির মুখপাত্র অ্যান্ডি বুরল্যান্ড গণমাধ্যমকে জানান, রাত দুটার দিকে উদ্ধারকারী দলগুলো হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শনাক্ত করে। তবে আরোহীদের ভাগ্যে কি ঘটেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়ে গেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট এক বিবৃতির মাধ্যমে নিহতদের প্রতি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানিয়েছেন। সূত্র: এএফপি
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম