News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৬, ১২ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৩, ১৮ জানুয়ারি ২০২০

‘সোলার ইমপালস টু’ ভারতে

‘সোলার ইমপালস টু’ ভারতে

কোনপ্রকার জ্বালানি ছাড়াই সৌরশক্তিতে চালিত বিমান ‘সোলার ইমপালস টু’ বিশ্বভ্রমণের অংশ হিসেবে ভারতে অবতরণ করেছে। ওমানের রাজধানী মাসকাট থেকে দ্বিতীয় দফা উড্ডয়নের পর বুধবার উড়োজাহাজটি ভারতের আহমেদাবাদে পৌঁছায়। মাসকাট থেকে আরব সাগর পারি দিয়ে আহমেদাবাদ পৌঁছাতে উড়োজাহাজটির সময় লাগে ১৫ ঘন্টা। রয়টার্স।

কার্বন তন্তুর তৈরি ২ হাজার ৩০০ কেজি ওজনের বিমানটির ৭২ মিটার প্রশস্ত ডানায় ১৭ হাজার ২৪৮টি সৌর প্যানেল যুক্ত রয়েছে। সেগুলো সূর্যালোক থেকে শক্তি সংগ্রহ করে বিদ্যুতে রূপান্তর করে। সেই বিদ্যুৎ শক্তিতে চলে উড়োজাহাজটির চারটি ইঞ্জিন।

আবুধাবি থেকে গত সোমবার যাত্রা শুরু করে সোলার ইমপালস টু। এটি আহমেদাবাদ থেকে বারানসি হয়ে মিয়ানমার ও চীন হয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাবে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়