News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৮, ১০ মার্চ ২০১৫
আপডেট: ১৯:২৩, ১৭ জানুয়ারি ২০২০

পাসওয়ার্ড ছাড়াই যে কোনো আইডি চেক করে ফেসবুক কর্তৃপক্ষ!

পাসওয়ার্ড ছাড়াই যে কোনো আইডি চেক করে ফেসবুক কর্তৃপক্ষ!

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট নিরাপত্তা নিয়ে শঙ্কিত অনেকেই। বিভিন্ন মাধ্যমে তথ্য ফাঁস হওয়ার খবর আসছে নিয়মিতই। সমালোচিত হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থাও। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১ বিলিয়ন ছাড়িয়েছে আগেই।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ফেসবুক ব্যবহারকারীরা যার যার নিজের অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিচ্ছেন। ফেসবুক কর্তৃপক্ষও নানা রকম নিরাপত্তা ব্যবস্থা চালু করছে। তবে সম্প্রতি জানা গেছে, পাসওয়ার্ড ছাড়াই যে কোনো ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন অনেকেই। তবে এই সুযোগ রয়েছে হাতে গোনা কয়েকজন মানুষের।

ফেসবুক প্রতিষ্ঠানে কর্মরত বেশ কয়েকজন কর্মকর্তার রয়েছে এ সুযোগ। তারা চাইলেই আপনার অ্যাকাউন্টের যে কোনো তথ্য দেখতে পারবেন এবং সংগ্রহও করতে পারেন। তবে ফেসবুক কর্তৃপক্ষের দাবি, শুধু ব্যবহারকারীদের সেবার জন্যই এ ব্যবস্থা রাখা হয়েছে।

তবে ফেসবুক কর্তৃপক্ষ স্বপ্রণোদিত হয়ে এমন তথ্য দেয়নি। পাভা সিলজামকি নামে লস অ্যাঞ্জেলসের এক ফেসবুক ব্যবহারকারী স্থানীয় ফেসবুক অফিসে গিয়ে এ তথ্য জানতে পেরেছেন।

তিনি বলেন, আমি আমার সমস্যা নিয়ে ফেসবুকের স্থানীয় অফিসে গেলে তারা একজন ইঞ্জিনিয়ারকে বিনা পাসওয়ার্ডে আমার প্রোফাইলে ঢুকে যেতে বললো। তিনি আশ্চর্য হয়ে বলেন, আমি জানি না কতজন ফেসবুক কর্মকর্তার এমন `মাস্টার এক্সেস` আছে? কি নিয়মে, কে কখন আমাদের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য দেখছে?

ফেসবুকের দাবি, কঠোরভাবে পরিচালিত এ ব্যবস্থা ব্যবহারকারীদের সেবার জন্যই। তবে কোনো কমর্চারীর বিরুদ্ধে এর অপব্যবহারের অভিযোগ পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হবে এবং কঠোর শাস্তির ব্যাবস্থা করা হবে।

ফেসবুকের বক্তব্য, সন্দেহজনক আচরণ শনাক্ত করার জন্য আমাদের দুটি ব্যবস্থা সক্রিয় আছে। এ পদ্ধতিতে প্রতি সপ্তাহে রিপোর্ট জমা হয়, এই রিপোর্টগুলো আবার দুটি নিরাপত্তা দল পর্যেবক্ষণ করে। ব্যবহারকারীদের অস্বাভাবিক আচরণ এবং অপব্যবহার নিয়ন্ত্রণের জন্যই এমন ব্যবস্থা।

নিউজবাংলাদেশ.কম/এসএআর/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়