টেলিকমের নয়া অধিদপ্তর গঠন প্রস্তাব অনুমোদন
ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে বিভিন্ন নীতি তৈরীতে পেশাগত ও কারিগরি পরামর্শ ও সহায়তা দিতে নতুন একটি অধিদপ্তর সৃষ্টির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে টেলিযোগযোগ অধিদপ্তর সৃজনের প্রস্তাব’ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে টেলিযোগাযোগ সংক্রান্ত বিভিন্ন নীতি তৈরিতে পেশাগত ও কারিগরি পরামর্শ ও সহায়তা দেবে এই অধিদপ্তর।
টেলিযোগযোগ অধিদপ্তরের ২১টি কার্যপরিধি রয়েছে জানিয়ে তিনি বলেন, “সাধারণত কোনো অধিদপ্তর সৃজনের বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন হয় না। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের বিষয় হওয়াতে এটি মন্ত্রিসভায় উপস্থাপিত হয়।”
১৯৭৯ সালের বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড অধ্যাদেশের মাধ্যমে বিটিটিবি বোর্ড গঠন করা হয়েছিল। ২০০৮ সালে ওই অধ্যাদেশে দুটি ধারা সংযোজন করে বিটিটিবিকে বিলুপ্ত করে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) নামে দুটি কোম্পানি গঠন করা হয়।
জেকে/
নিউজবাংলাদেশ.কম