News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১৭:৫৯, ২১ জানুয়ারি ২০২০

এলজি’র নতুন উদ্ধাবন স্মার্টওয়াচ

এলজি’র নতুন উদ্ধাবন স্মার্টওয়াচ

নিউজবাংলাদেশ.কম রিপোর্ট

ফেব্রুয়ারির দ্বিতীয় সোমবার ‘এলজি ওয়াচ আরবান’ নামের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত নতুন একটি স্মার্টওয়াচ বাজারে আনার ঘোষণা দিয়েছে এলজি ইলেকট্রনিক্স। মার্চ মাসে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন এই স্মার্ট ওয়াচটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে কোরিয়ান প্রতিষ্ঠানটির।

‘এলজি ওয়াচ আরবান’ নামের নতুন এই মডেলটি মুলত প্রতিষ্ঠানটির আগের স্মার্টওয়াচ ‘এলজি ওয়াচ আর’এর নতুন সংস্করণ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয় অতিরিক্ত চাকচিক্যের বদলে নতুন সংস্করণে কিছুটা ‘ফর্মাল’ ও ‘ক্লাসিক’ ডিজাইন করা হয়েছে, যা নারী পুরুষ উভয়ের জন্যই মানানসই হবে। স্মার্টওয়াচটি অ্যান্ড্রয়েড ৪.৩০ থেকে শুরু করে পরের ভার্সনগুলো সাপোর্ট করবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদের সাইট ম্যাকরিউমার্স এর প্রতিবেদন অনুযায়ী— এলজি ইলেক্ট্রনিক্স মোবাইল কমিউনিকেশনের প্রধান জুনো চো বলেছেন, “স্মার্টওয়াচ আরবানের ক্লাসিক ডিজাইন ও স্মার্ট ফিচারগুলোর কারণে আমাদের অন্যান্য স্মার্টওয়াচ যেমন ‘জি’ ও ‘জি ওয়াচ আর’-এর তুলনায় এটি গ্রাহকদের কাছে বেশি গ্রহণযোগ্য হবে।”

ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ১.৩ ইঞ্চি গোলাকৃতির ‘পি-ওএলইডি’ ডিসপ্লে। গোল্ড ও সিলভার রঙের দুইটি ভিন্ন ডিজাইনে পাওয়া যাবে এই স্মার্টওয়াচটি। এই পর্যন্ত স্মার্টওয়াচটির ‘স্পেসিফিকেশন’ সম্পর্কে খুব বেশি তথ্য দেয়া না হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়— ব্যবহারকারীর ‘হার্ট রেট’ মাপতে সক্ষম হবে নতুন এই স্মার্টওয়াচটি।

অ্যান্ড্রয়েড ওয়্যার অপারেটিং সিস্টেম চালিত এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ১.২ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪০০ প্রসেসর। এতে রয়েছে ১.৩ ইঞ্চি পি-ওএলইডি ডিসপ্লে(৩২০x৩২০, ২৪৫ পিপিআই), ৪ গিগাবাইট ইএমএমসি/৫১২ মেগাবাইট এলপিডিডিআর২ মেমোরি, ৪১০ মিলিঅ্যাম্প ব্যাটারি আর ৯-আক্সিস(জাইরো/আক্সিলেরোমিটার/কম্পাস)/ব্যারোমিটার/পিপিজি(হার্ট রেট সেন্সর)। সোনালী আর রুপালী রঙের এই স্মার্টওয়াচটি ধুলাবালি ও পানি রোধ করতে সক্ষম।

এপ্রিলে অ্যাপলওয়াচ বের করার ঘোষণা আগেই দিয়েছে অ্যাপল। তার ঠিক এক মাস আগে নতুন স্মার্টওয়াচ বের করার ঘোষণা দিল এলজি ইলেক্ট্রনিক্স।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়