News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৪, ৯ মার্চ ২০১৫
আপডেট: ১৯:২৯, ২ ফেব্রুয়ারি ২০২০

দেশে স্যামসাং গ্যালাক্সি ই৭ ও গ্যালাক্সি ই৫

দেশে স্যামসাং গ্যালাক্সি ই৭ ও গ্যালাক্সি ই৫

ঢাকা: স্যামসাং মোবাইল বাংলাদেশে গ্যালাক্সি ই৭ ও গ্যালাক্সি ই৫ নিয়ে এসেছে। সমসাময়িক গ্রাহকদের কথা মাথায় রেখে হাল্কা ও স্লিম ই৭ ও ই৫ এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা হাতের মুঠোয় ধরা যায় বেশ সহজে। স্মার্টফোনগুলোতে উন্নতমানের ডিসপ্লে নিশ্চিত করার জন্য রয়েছে হাই ডেফিনেশন সুপার অ্যামোলেড স্ক্রিন।

শক্তিশালী ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং আল্ট্রা পাওয়ার সেভিং মোড। ই৫ এবং ই৭ দুটি ফোনই সাদা ও কালো রঙে পাওয়া যাবে। আর ব্যবহারকারীদের সহজে ব্যবহারের জন্য ফোন দুটিতে রয়েছে ডুয়াল সিম সুবিধা।
গ্যালাক্সি ই৫ এবং গ্যালাক্সি ই৭ স্মার্টফোনে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে যা আরো পরিস্কার ইমেজ প্রদান করে। এর ফলে ভিডিও দেখা, ইন্টারনেট ব্যবহার এবং কনটেন্ট পড়া আরো সহজ হয়। যে কোনখানে ও যেকোন জায়গায় পরিস্কারভবে স্ক্রিন দেখার জন্য ডিসপ্লে প্রযুক্তি নিজ থেকে ডিসপ্লের উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করে।

গ্যালাক্সি ই৫ এবং গ্যালাক্সি ই৭ স্মার্টফোন দুটিতে ব্যবহারকারীদের জন্য সবচেয়ে ভালো সেলফি তোলার অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য রয়েছে অত্যাধুনিক ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সহজে সেলফি তোলার জন্য এই ফোন দুটিতে রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল সেলফি, পাম জেসচার সেলফি, ভয়েস কমান্ড সেলফি এবং বিউটি ফেস এর মতো অভিনব সব ফিচার। ওয়াইড অ্যাঙ্গেল সেলফি এর মাধ্যমে ব্যবহারকারীরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ১২০ ডিগ্রি ব্যাপ্তি ছবি তুলতে সক্ষম হবে।

গ্যালাক্সি ই৫ এবং গ্যালাক্সি ই৭ মাত্র ৭.৩ মিলিমিটার চিকন। স্মার্টফোনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা হাতের মুঠোয় ধরা বেশ সহজ হয় এবং এক হাতে অনায়াসে সব কাজ সম্পন্ন করা যায়। এছাড়াও স্মার্টফোনগুলো এমন বেশ কিছু অভিনব ফিচার রয়েছে যা শুধু গ্যালাক্সি ডিভাইসেই রয়েছে যেমন আল্ট্রা পাওয়ার সেভিং মোড, প্রাইভেট মোড এবং মাল্ট্রি স্ক্রিন।

বাংলাদেশের বাজারে গ্যালাক্সি ই৭ পাওয়া যাবে ২৯ হাজার ৯০০ টাকা এবং গ্যালাক্সি ই৫ পাওয়া যাবে ২৪ হাজার ৯০০ টাকায়। ই৭ এবং ই৫ দুটি ফোনই সাদা ও কালো রঙে পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি ই৭
নেটওয়ার্ক: এইচএসপিএ+ (৪২/৫.৭৬ এমবিপিএস)
প্রসেসর: ১.২ গিগাহার্টজ কোয়াড কোর
ডিসপ্লে: ৫.৫ ইঞ্চি সুপার অ্যামোলেড
ওএস: অ্যান্ড্রয়েড কিটক্যাট, টাচইউজ
ক্যামেরা: রিয়ার- এলইডি ফ্ল্যাশ এবং অটোফোকাস সহ ১৩ মেগাপিক্সেল
ফ্রন্ট: ৫.০ মেগাপিক্সেল
ক্যামরা ফিচার: হোয়াইড অ্যাঙ্গেল সেলফি, সেলফি ভয়েস কমান্ড, সেলফি উইথ পাম জেসচার, বিউটি ফেস ফিচার
অন্যান্য ফিচার: আল্ট্রা পাওয়ার সেভিং মোড, প্রাইভেট মোড, শট অ্যান্ড মোর, স্টুডিও
কানেক্টিভিটি: ওয়াই ফাই, ইউএসবি ২.০, ব্লুটুথ ৪.০ এ-জিপিএস/গ্লোনাস
সেন্সর: অ্যাকসেলেরোমিটার, প্রক্সিমিটি
মেমোরি: ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি + মাইক্রোএসডি স্লট (৬৪গিগাবাইট পর্যন্ত), ২ গিগাবাইট র‌্যাম
ডাইমেনশন: ১৫১.৩*৭৭.২*৭.৩ মিলিমিটার
ব্যাটারি: ২৯৫০ এমএএইচ
ডুয়াল সিম: হাইব্রিড ডুয়াল সিম


স্যামসাং গ্যালাক্সি ই৫
নেটওয়ার্ক : এইচএসপিএ+ (৪২/৫.৭৬ এমবিপিএস)
প্রসেসর: ১.২ গিগাহার্টজ কোয়াড কোর
ডিসপ্লে: ৫.০ ইঞ্চি সুপার অ্যামোলেড
ওএস: অ্যান্ড্রয়েড কিটক্যাট, টাচইউজ
ক্যামেরা: রিয়ার: এলইডি ফ্ল্যাশ এবং অটোফোকাস সহ ৮ মেগাপিক্সেল, ফ্রন্টঃ: ৫.০ মেগাপিক্সেল
ক্যামরা ফিচার: হোয়াইড অ্যাঙ্গেল সেলফি, সেলফি ভয়েস কমান্ড, সেলফি উইথ পাম জেসচার, বিউটি ফেস ফিচার
অন্যান্য ফিচার: আল্ট্রা পাওয়ার সেভিং মোড, প্রাইভেট মোড, শট অ্যান্ড মোর, স্টুডিও
কানেক্টিভিটি: ওয়াই ফাই, ইউএসবি ২.০, ব্লুটুথ ৪.০, এ-জিপিএস/গ্লোনাস
সেন্সর: অ্যাকসেলেরোমিটার, প্রক্সিমিটি
মেমোরি :১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি + মাইক্রোএসডি স্লট (৬৪গিগাবাইট পর্যন্ত), ১.৫ গিগাবাইট র‌্যাম
ডাইমেনশন: ১৪১.৩*৭০.২*৭.৩ মিলিমিটার
ব্যাটারি:২৪০০ এমএএইচ
ডুয়াল সিম: হাইব্রিড ডুয়াল সিম

নিউজবাংলাদেশ.কম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়