News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩২, ৯ মার্চ ২০১৫
আপডেট: ০২:৪৬, ১ মার্চ ২০২০

যুক্তরাষ্ট্রে সাইবার অপরাধের দায়ে তিনজন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রে সাইবার অপরাধের দায়ে তিনজন অভিযুক্ত

সাইবার অপরাধের দায়ে এক কানাডিয় ও দুই ভিয়েতনামি নাগরিককে অভিযুক্ত করেছে মার্কিন আদালত।  ভিয়েতনামি নাগরিক কুক এনগুয়েন (২৮), জিয়াং হোয়াং ভু (২৫) এবং কানাডিয়ান নাগরিক ডেভিড-ম্যানুয়েল সান্তোস ডা সিলভা (৩৩)।

রয়টার্স জানিয়েছে, তাদের বিরুদ্ধে প্রায় একশ` কোটি মেইল আইডি চুরি, জালিয়াতি এবং স্প্যামের মাধ্যমে নকল সফটওয়্যার বিক্রির চেষ্টার অভিযোগ করা হয়েছে।  এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে বড় ডেটা চুরির উদাহরণগুলোর একটি’ হিসেবে আখ্যা দিয়েছে দেশটির বিচার বিভাগ।

২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের জুন মাস পর্যন্ত অন্তত আটটি ইমেইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নেটওয়ার্ক হ্যাক করার অভিযোগ আনা হয়েছে কুক এনগুয়েন ও  জিয়াং হোয়াং ভুয়ের বিরুদ্ধে। অভিযুক্ত দুই ভিয়েতনামি নাগরিক নেদারল্যান্ডসে বসবাস করতেন। ২০১৪ সালের মার্চ মাসে ভুকে গ্রেপ্তার করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। এনগুয়েন এখনও পলাতক।

ডেভিড-ম্যানুয়েল সান্তোস ডা সিলভার বিরুদ্ধে ভু আর এনগুয়েনের জালিয়াতির অর্থপাচারে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। ২১ সেলসিয়াস ইনকর্পোরেটেড নামের একটি প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা তিনি।

এ বছর ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিমানবন্দরে ডা সিলভাকে আটক করা হয়। পরবর্তী শুক্রবার তাকে আটলান্টা ফেডারেল কোর্টে হাজির করা হবে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।   

কোন কোন ইমেইল কোম্পানির ব্যবহারকারীরা তাদের দ্বারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তা পরিস্কার করে জানায়নি মার্কিন বিচার বিভাগ। তবে নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রায়ান ক্রেবস জানিয়েছেন, ইমেইল মার্কেটিং ফার্ম এপসিলনের উপর ২০১১ সালে সাইবার আক্রমণের সঙ্গে অভিজুক্তরা জড়িত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়